রং দিয়ে বোঝা যায় ব্যক্তিত্ব

 



রং নিয়ে মানুষের অাগ্রহের কমতি ছিলোনা কখনই।প্রতিদিন নিত্য নতুন রং অাবিষ্কার তো চলচেই।তার মধ্যে সবারই একটা প্রিয় রং থাকেই।অনেক বিজ্ঞানির মতে অধিকাংশ ক্ষেত্রে মানুষের প্রিয় রং থেকেই অনুমান করা যায় তার ব্যাক্তিত্য কেমন হবে।নিচে এমনই কয়েকটা রংয়ের কথা  উল্লেখ করা হলো।


লাল:লাল যাদের পছন্দ তাদের মধ্যে সবসময় হাসি খুশি ভাব দেখা যায়।তারা খুব এনার্জেটিক হন।নিজের স্বপ্ন পুরণে অগ্রগামি হন।নিজের কাজ মন প্রাণ দিয়ে করেন।

নীল:নীল যারা পছন্দ করেন তাদের সবচেয়ে বড় গুন হলো তারা খুব দায়িত্বশীল হয়।তার সবার সাথে খুব মিশে যেতে পারে।এবং তাদের মধ্যে অধিনায়কত্বের বিশেষ গুন থাকে।

কালো:যারা কালো রং পছন্দ করে তারা একটুতেই রেগে যায়।যে কোন পরিবর্তন এর সাথে খাপ খাওয়াতে পারেনা।তার কখনো অন্যের সামনে ঝুকতে চায় না।কিন্তু অন্যরা তাদের সামনে ঝুকবে তারা সেটাই চায়।

সাদা:এরা খুব সহজ সরল হয়।মন খুব পরিষ্কার হয়।মুখে ও অন্তরে এক হয় এরা।কিন্তু সবার সাথে সহজে মিশতে পারেনা,সময় লাগে। 

গোলাপি:গোলাপি যাদের পছন্দ তার খুব অাবেগি হয়।এদের রোমান্টিক ভাব বেশি।তবে এরা খুব ভালো বন্ধু হয়।যে কোন সুন্দরের উপর এদের অাকর্ষন বেশি থাকে।

হলুদ:এরা ছোটখাট বিষয়ে মাথা ঘামায় না।ফেলে অাসা ভুল নিয়ে মোটেও কান্না কাটি করেনা।এরা সেসব ভুলে গিয়ে সামনে এগোতে পছন্দ করে।যে কোন পরিস্থিতিতে পজেটিভ থাকার চেষ্টা করে।

জাম:খুব কম লোকই এই রং পছন্দ করে। তবে এইসব লোকেরা খুব ক্রিয়েটিভ হয়।একই কাজ নানান ভাবে করার চেষ্টা করে।এবং অন্যকে নকল করা চেষ্টা করেনা।   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ