অতিরিক্ত ডিম খাওয়া শরীরের জন্য মারাত্মক হুমকি


 সাম্প্রতি মার্কি বিজ্ঞানিদের একদল দাবি করেছে প্রত্যেকদিন একটা করে ডিম খাওয়া সিগারেটেরচাইতেও মারাত্নক।তারা বলে ডিমে রয়েছে কোলেস্টেরল।যা শরীরে অতিরিক্ত হলে হার্ট এটাকের সম্ভবনা রয়েছে।এদিকে অনেক চিকিৎসক বলেন প্রতিদিন একটা করে ডিম খাওয়া স্বাস্ৎের জন্য ক্ষতি উপকার।তাহলে এখন কি হবে।বিজ্ঞানিরা বলছে প্রতিদিন ডিম খাওয়া ক্ষতি অার চিকিৎসকরঅ বলছে উপকার।তাহলে কি চিকিৎসকরা ভুল বলছে এতদিন!তবে বিজ্ঞানিরা অারো জানিয়েছে যে সেদ্ধ ডিম বা ভাজি ডিমের চাইতে কাঁচা ডিমে তুলনামুলক ক্ষতি কম।    


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ