নিশিস্তব্দ লেখক:ফেরদৌস ওয়াহিদ


নিশিস্তব্দ
লেখক:ফেরদৌস ওয়াহিদ

 
নির্ঘুম চুপ চাপ বারিধারা ধুপ,
খালি খালি লাগে কেন হৃদপাট কূপ।
এই নাকি বৃষ্টি এই নাকি চাঁদ,
হৃদয়েতে ঢেউ ভাঙে নিশি ভাঙে বাঁধ।
জখমের মন নাকি মনের জখম,
হিয়াজোটে বাত বয় কিসের অক্ষম।
অাঁখি যদি ঘুম তবে মন নয় নিদ,
মোর কেন নির্ঘুম দুটোই নিনিদ।
হুটহাট নির্জন মাঝে মাঝে শব্দ,
জানালার গ্রিলে ঠেকে দূর নিস্তব্দ।
এই নিশি কেন লাগে রাত চুপ চাপ,
দূর বনে কিসে ডাকে সিঁড়ি ভাঙা ধাপ।
এত কেন একা লাগে মাঝে মাঝে ভয়,
কাঁটা দেয় ভুজপদ মনলোক ক্ষয়।
এক পদ দুই পদ নেমে অাসা সুপ্তি,
জেগে উঠে ভোর বেলা পাখি ডাকা দিপ্তি।
....................... (নিশিস্তব্দ)



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ