Apple car


বর্তমান দুনিয়ার বৃহৎ tech giant Apple এইবার তৈরি করছে Apple car.সাম্প্রতি পর্যালোচনায় বেরিয়ে এসেছে এরকমই একটি তথ্য।জানা যায় এই কারটি হবে self driving car.অর্থাৎ কারটি নিজে নিজেই কোন ড্রাইভার ছাড়া পৌচে দিতে পারবে গন্তব্যস্থলে।এবং এটি হবে একটি ইলেক্ট্রনিক কার।অনেকের মতে এ্যাপল এই কারটি তৈরি করতে টেসলা কম্পানিকে নকল করছে।তবে এ্যপল এই কারটি নিয়ে কাজ শুরু করে ২০১৪ সাল থেকে। এবং তারা সেটি খুব গোপন ভাবে চালিয়ে নিতে থাকে।পর্যালোচকদের মতে সবকিছু ঠিকঠাক থাকলে অাগামি ২০২৪ এর ভিতর বাণিজ্যিকভাবে দেখা যাবে এই অত্যাধুনিক কারটি।তবে দাম নিয়ে এখনো কোনপ্রকার তথ্য জানা যায়নি।ধারণা করা হয় গাড়িটির মুল্য হবে অাকাশ চুম্বি।এই গাড়িটির কয়েকটি ছবিও ইন্টারনেট জগতে ভাইরাল হয়েছে।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ