মন লেখক:ফেরদৌস ওয়াহিদ


 মন

লেখক:ফেরদৌস ওয়াহিদ 

 কেন এত নিরব অাধাঁরের ছন্নছাড়া

কেন এত নিশ্চুপ,

কেনবা অাবার নীলের তুলিতে
নীল নীলে ভরা নীলকূপ।
গেঁথে যায় হাজারো কথা
ধুষর ঐ তুলি প্রান্তর ছায়া,
মুছে যায় অাবার শত কথা
কালো সময়ের কাঁটাতেই বৃথা।
কখনোবা ডুবে যায়
নিরব তন্দ্রাক্ষির কালোয়,
কখনোবা জ্বলে ওঠে
অালোময় কূপির প্রলয়।
কখনোবা মিটি মিটি ধ্রুবতারাময়,
কখনোবা কৃষ্ণকালো
শূন্যের বিভীষিকাময়।
(মন)

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ