গ্রামিনফোন এর নামে মামলা

 

গ্রামিনফোন,বাংলাদেশের অনন্য এক মোবাইল অপারেটর এর নাম।বাংলাদেশে সবচাইতে বেশি গ্রাহকে সংখ্যাটাও তাদের দখলে।কিন্তু সাম্প্রতি 
গ্রাহকদের গুরুত্বপুর্ণ তথ্য পাচার এর অভিযোগে মামলা করা হয় এই সিম অপারেটর এর নামে।গ্রামিনফোন অফিসে কর্মরত রুবেল নামে এক ব্যাক্তি কিছু অর্থের বিনিময়ে একদল তৃতিয় পক্ষের কাছে বিক্রি করে দেয় গ্রাহকের ডেটা।সাধারণত বাংলাদেশে যে কোন সিম অপারেটর কম্পনির সিম কিনতে হলে finger print scan সহ জাতিয় পরিচয়পত্রের যাবতিয় তথ্য দিয়ে তারপর সিম কিনতে হয়।সেক্ষেত্রে এইসব তথ্য যদি কোন তৃতিয় পক্ষের হাতে যায় তাহলে সাধারণ মানুষ ব্লাকমেইল এর স্বিকার হতে পারে।স্বিাকার হতে পারে টাকা দাবিরও।তাই গ্রামিনফোন সহ সেই কর্মকর্তা এবং তৃতিয় পক্ষের কাছে পৌছে দেবার কাজে সহযোগিতা কারিকে প্রধান অাসামি করে মামলা করা হয়।বিষয়টি নিয়ে ইতিমধ্যে পুলিশি তদন্ত চলছে  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ