৮০০ বছর পর সবচাইতে কাছাকাছি অাসতে চলেছে বৃহস্পতি এবং শনি গ্রহ।দেখা যাবে পৃথিবী থেকে খালি চোখে


শনি এবং বৃহস্পতি,সৌরজগত এর সবচাইতে বড় ২ টি গ্রাহ।প্রায় ৮০০ বছর পর অাগামি ২১ ডিসেম্বরে গ্রহদ্বয় সবচাইতে কাছাকাছি অাসতে চলেছে।এমনটাই দাবি করছে নাসার বিজ্ঞানিরা।তাদের মতে এমন বিরল ঘটনা সর্বশেষ ঘটেছিল প্রায় ৮০০ বছর পুর্বে ১২২৬ খৃষ্টাব্দ এর ৪ ই মার্চ এ। এই ঘটনাকে প্রান্তিককরন (conjunction) বলা হয়।সাধারণত ২০ বছর পর পর গ্রহ দুটি কাছাকাছি অাসে।কিন্তু এবারের ঘটনাটি একেবারেই ভিন্ন।গ্রহদুটি এতটাই কাছাকাছি অাসবে যে পৃথিবি থেকে দেখে মনেহবে দুইটি জোড়া গ্রহ।এমন ঘটনা বিরল।একটি বিবৃতিতে জানানো হয় অাগামি ২১ ডিসেম্বর এ গ্রহদুটিকে পুর্ণ চাদের ব্যাসের চাইতেও কাছাকাছি দুরত্বে দেখা যাবে।যেটা পৃথিবী থেকে খালি চোখেই দেখা যাবে।অার যদি টেলিস্কোপ দিয়ে দেখা হয় তবে এর বড় উপগ্রহ পর্যন্ত দেখা যাবে। ভবিষ্যতে ২০৮০ এবং ২৪০০ সালের পুর্বে এমন ঘটনা অার দেখা যাবেনা। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ