কম্পিউটারের প্রসেসর Core i3, Core i5, Core i7, Core i9 এমন হয় কেন ?

কম্পিউটারের প্রসেসর Core i3, Core i5, Core i7, Core i9 এমন হয় কেন ?
 
আমরা জানি কম্পিউটারের প্রসেসর Core i3, Core i5, Core i7, Core i9 এমন হয়, কিন্তু কেন Core i2, Core i4, Core i6, Core i8 হয় না?
সাধারণত আমরা জানি যে, কোনো প্রসেসরের Core এর সংখ্যা যদি ২ হয়, তাহলে তাকে Dual-Core, যদি ৪ হয়, তাহলে সেটাকে Quad-Core, যদি ৬ হয়, তবে সেটাকে Hexa-Core, যদি ৮ হয়, তবে সেই প্রসেসর-কে Octa-Core এবং যদি ১০ হয়, তাহলে সেই প্রসেসর-কে প্রসেসর Deca-Core প্রসেসর বলা হয়।
এখন কথা হচ্ছে, প্রসেসরে এসকল জোড় সংখ্যা বিদ্যমান Core গুলো থাকা অবস্থাতে যদি আমাদের মতো আমজনতাদের সামনে এসব প্রসেসর এর নামের সাথে এমন প্রকার জোড় সংখ্যা থাকে, অর্থাৎ "Core i2, Core i4, Core i6 কিংবা Core i8" এই রকমের নাম থাকে, তাহলে অনেকের মাঝে দ্বিধা কাজ করার সম্ভাবনা থাকতে পারে যে Core এর পর i2, i4, i6 বা i8 এগুলো কী প্রসেসরের নাম, না কী Core এর সংখ্যা? এই কারণেই মূলত Core এর পর i3, i5, i7 কিংবা i9 এমন নাম্বার ব্যবহার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ