Devil Horns (শয়তানের শিং)

Devil Horns

 (শয়তানের শিং)

হঠাৎ দেখলে হলিউডের কোনো সাইন্স ফিকশন মুভির দৃশ্য মনে হতে পারে। তবে বাস্তবেই এ যেন এক মহাজাগতিক দৃশ্য।

২৬ ডিসেম্বর, ২০১৯ সালে সবাই সূর্যগ্রহণকে উপভোগ করতে ব্যস্ত।
ঠিক তখনই কাতারের আল ওয়াকরাহ শহরের ভোরের দিগন্তে ফুটে উঠল এক জোড়া গনগনে লাল শিং। আর এক ফটোগ্রাফারের ক্যামেরাতে বন্দি হল সেই অপূর্ব দৃশ্য।
'ডেভিলস হর্ন' বা 'শয়তানের শিং'- এই নামেই পরিচিত এই দৃশ্য। কিন্তু কিভাবে দেখা মিলল এমন শিং-এর?
আল ওয়াকরাহে সবে মাত্র ভোর হচ্ছে। দিগন্ত থেকে একটু একটু করে বেরিয়ে আসছে ভোরের সূর্য। স্বাভাবিকভাবেই গনগনে লাল তার রং। তবে পুরো গোলাকার নয়, গ্রহণের কারনে সূর্যের উপরের দিকের অংশ ঢেকে আছে চাঁদে। আর তার ফলেই শিং-এর আকার ধারণ করে সূর্য। সমুদ্রের দিগন্তে প্রতিফলিত হতে থাকে সূর্যের নিচের অংশটুকু। ফলে আরও যেন বড় মনে হতে থাকে সূর্যের শিং। আলোর পূর্ন্য অভ্যন্তরীন প্রতিফলনের নান্দনিক দৃশ্য।
দিগন্ত থেকে সেই গ্রহণ লাগা সূর্যের উদয় চোখে পড়ে ফটোগ্রাফার এলিয়ান ক্যাসিওটিসের। দেরি করেননি তিনি। দক্ষতার সাথে ক্যামেরায় একের পর এক শটে ধরে ফেলেন এই বিরল দৃ্শ্য।
গুগলে সার্চ করলে Devil Horns এর আরো অনেক ম্যানুপুলেট ছবি পাবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ